সোনারগাঁয়ে গবাদিপশুর জুনোটিক রোগ শনাক্তকরণ কার্যক্রমের উদ্বোধন

মুজিববর্ষে বিশেষ কার্যক্রমের অংশ হিসেবে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় গবাদিপশুর জুনোটিক রোগ শনাক্তকরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। রোববার (২১ মার্চ) উপজেলা পরিষদ চেয়ারম্যানের খামারে এ কার্যক্রমের উদ্বোধন করেন জনস্বাস্থ্য সুরক্ষা পাবলিক হেলথ সার্ভিস জোরদারকরণ প্রকল্পের পরিচালক ডা. আজিজুল ইসলাম।

এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন, প্রাণিসম্পদ অধিদফতরের সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. মোফাজ্জল হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ইউসুফ হাবীব, উপজেলা কৃষি কর্মকর্তা মনিরা আক্তার, উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা জেসমীন আক্তার, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা.আছাবুর রহমান, উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা তাবারক হোসেন, কামরুল হাসান, শাহজাহান, গিয়াসউদ্দিন, মনির হোসেন, মোগরাপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আবুল কালাম প্রমুখ উপস্থিত ছিলেন। 

প্রকল্প পরিচালক ডা. আজিজুল ইসলাম বলেন, জনস্বাস্থ্য সুরক্ষায় গবাদিপশুর জুনোটিক রোগ ব্রুসেলোসিস ও টিবি শনাক্তকরণ কার্যক্রম শুরু করেছে। এর মাধ্যমে উপজেলা থেকে জুনোটিক রোগ অ্যানথাক্স, ব্রুসেলোসিস, টিবি ও জলাতঙ্ক নির্মূল করা হবে। এই চারটি জুনোটিক রোগে আক্রান্ত হয়ে গবাদিপশু মারা গেলে সরকার খামারিকে গবাদিপশুর বয়স ভেদে ৪০ হাজার টাকা থেকে ৮০ হাজার টাকা পর্যন্ত প্রদান করবে। এতে খামারির ক্ষতিপূরণ হবে।

শেখ ফরিদ/আরএআর