টাঙ্গাই‌লে মহাসড়‌কে এবার স্ব‌স্তির ঈদ যাত্রা হ‌লেও প‌রিবহন সংক‌টের কার‌ণে তিন গুণ ভাড়া আদায় করার অ‌ভি‌যোগ ক‌রছেন যাত্রী‌রা। মহাসড়কে টাঙ্গাই‌লের এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় কা‌ঙ্ক্ষিত প‌রিবহন না পে‌য়েও ভোগা‌ন্তি‌তে প‌ড়ে‌ছেন অনেকে।

এ‌দি‌কে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতুপূর্ব মহাসড়কে উত্তরবঙ্গগামী প‌রিবহ‌নের চাপ না থাক‌লেও ঢাকামুখী লে‌নে প‌রিবহ‌নের চাপ র‌য়েছে। মহাসড়‌কে পরিবহন চলাচল স্বাভা‌বিক ও যাত্রী‌দের জন্য সা‌পোর্ট সেন্টার ক্যাম্প করেছে র‍্যাব-১৪ সি‌পি‌সি-৩। ক্যাম্প থে‌কে চি‌কিৎসা সেবা, বিশুদ্ধ পা‌নি সরবরাহ করা হ‌চ্ছে। এছাড়া যাত্রী‌দের অ‌ভি‌যোগ গ্রহণ ক‌রে তা সমাধান করা হচ্ছে।

যাত্রীরা জানান, সড়‌কে বাস খুবই কম। যাও পাওয়া যাচ্ছে খা‌লি সিট পাওয়া যায় না। বাড়‌তি টাকা দি‌য়ে দাঁড়িয়ে যে‌তে হ‌চ্ছে। এছাড়া অনেকেই কম টাকায় এই তপ্ত‌ রো‌দে খোলা পিকআ‌পে ক‌রে বা‌ড়ি ফিরছেন।

টাঙ্গাই‌লের র‍্যাব-১৪ সি‌পি‌সি-৩ কমান্ডার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের ব‌লেন, ঈদে ঘরমু‌খী মানুষ যা‌তে সুন্দর ও সুস্থভা‌বে বা‌ড়ি পৌঁছাতে পা‌রে এজন্য র‍্যাবের সদস্যরা কাজ কর‌ছে। এবার ঈদ যাত্রায় মানু‌ষের ভোগা‌ন্তি নেই।

অ‌ভি‌জিৎ ঘোষ/আরকে