কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেল যুবকের
স্থানীয়রা কাভার্ডভ্যানটি আটক করেছেন
কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের পাটেশ্বরী বাজার এলাকায় রাইজিং ট্রান্সপোর্টের একটি কাভার্ডভ্যানের ধাক্কায় আয়নাল হোসেন (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। রোববার (২১ মার্চ) রাত ১০টার দিকে কুড়িগ্রাম-নাগেশ্বরী সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আয়নাল সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের কাজিপাড়া গ্রামের মৃত শরমত আলীর ছেলে। তার এক বছরের এক কন্যা সন্তান রয়েছে। ভোগডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাইদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
স্থানীয়রা জানান, নাগেশ্বরী থেকে কুড়িগ্রামগামী রাইজিং ট্রান্সপোর্টের একটি কাভার্ডভ্যান পাটেশ্বরী বাজার এলাকায় পথচারী আয়নালকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা কাভার্ডভ্যানটি আটক করলেও চালক ও হেলপার পালিয়ে যান।
নিহতের বড় ভাই হামিদ বলেন, সন্ধ্যায় আমার ভাই বাড়িতে বাজার দিয়ে এলো। এখন ভাইয়ের মরদেহ নিয়ে বাড়িতে আসলাম।
বিজ্ঞাপন
কুড়িগ্রাম সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাঁন মোহাম্মদ শাহরিয়ার জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।
জুয়েল রানা/আরএআর