বরিশালে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়
বরিশালে পবিত্র ঈদুল ফিতর উদযাপনে সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। শনিবার (২২ এপ্রিল) শহরের কমপক্ষে ৫০০ মসজিদ ও শতাধিক উন্মুক্ত স্থানে সকাল ৭টা থেকে ৯টার মধ্যে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
তবে বরিশালে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে হেমায়েত উদ্দিন ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টায়। নগরীর সকল স্থানে যেন নিরাপদে ও নির্বিঘ্নে মুসল্লিরা জামাত আদায় করতে পারেন তার সে বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার সাইফুল ইসলাম।
বিজ্ঞাপন
ইমাম সমিতির সভাপতি কাজী আব্দুল মান্নান জানান, বরিশাল সদর মডেল মসজিদে সকাল সাড়ে ৮টায় ও সাড়ে ৯টায় দুটি জামাত অনুষ্ঠিত হবে। চকবাজার এলাকার জামে এবাদুল্লাহ ও গীর্জা মহল্লার জামে কসাই মসজিদে দুটি করে জামাত অনুষ্ঠিত হবে। জামে এবাদুল্লাহ মসজিদে প্রথম জামাত সকাল ৮টায় ও দ্বিতীয় জামাত সকাল সাড়ে ৯টায় হবে। জামে কসাই মসজিদে সকাল সাড়ে ৮টা ও সাড়ে ৯টায় দুটি জামাত অনুষ্ঠিত হবে।
বরিশাল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফারুক আহমেদ জানান, হেমায়েত উদ্দিন ঈদগাহ ময়দানের প্রধান জামাতকে ঘিরে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে। এখানে একসঙ্গে ৫ হাজারের মতো মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। এই ঈদ জামাতে প্রশাসনের কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা অংশগ্রহণ করবেন।
বিজ্ঞাপন
এছাড়া বরিশাল সদর উপজেলার চরমোনাই দরবার শরিফে সকাল সাড়ে ৮টায়, উজিরপুরের গুঠিয়া বায়তুল আমান জামে মসজিদ ও নেছারাবাদ দরবার শরিফে সকাল ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
সৈয়দ মেহেদী হাসান/আরএআর