রাজশাহীতে স্বস্তির বৃষ্টি ঝরেছে। দীর্ঘ তাপদাহের অবসান ঘটিয়ে সোমবার (২৪ এপ্রিল) বিকেল পৌনে ৬টার দিকে রাজশাহীতে ৪ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। ২৪ দিন পর রাজশাহীতে বৃষ্টিপাত হলো। ফলে তাপমাত্রা ৪২ দশমিক ৬ ডিগ্রি থেকে ৩৪ দশিমক ৪ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে।  

এর আগে বিকেল ৪টা থেকে রাজশাহীতে বাতাস শুরু হয়। বাতাসের সঙ্গে মাঝে মাঝে মেঘের গর্জন শোনা গেছে। বাতাস আর মেঘের গর্জনের কয়েক ঘণ্টা পড় ঝরতে থাকে স্বস্তির বৃষ্টি। তবে বৃষ্টির সময়ে রাজশাহী নগরীর বুধপাড়ায় বজ্রপাতে একটি নারিকেল গাছ পুড়ে গেছে।

গাছের মালিক মোজ্জামেল হোসেন ঢাকা পোস্টকে বলেন, প্রথমে বাতাস উঠলো। বাতাসের কিছুক্ষণ পর বৃষ্টিপাত শুরু হয়। বৃষ্টির একপর্যায়ে বিকট শব্দে বজ্রপাত হয় বাড়ির পাশের নারিকেল গাছে। এতে গাছের মাথায় আগুন লেগে যায়। যদিও কিছুক্ষণ পড় আগুন নিভে যায়। তবে গাছটি মারা যাবে বলে ধারণা করা হচ্ছে।  

রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্রে জানা গেছে, সর্বশেষ রাজশাহীতে বৃষ্টিপাত হয়েছিল গত ৩১ মার্চ। সেদিন সকাল সাড়ে ১০টায় শুরু হয়ে দুপুর ১২টা পর্যন্ত দুই মিলিমিটার বৃষ্টিপাত হয়েছিল। এছাড়া গত মার্চে রাজশাহীতে চার দিন বৃষ্টিপাত হয়েছিল। তারপরে আর বৃষ্টিপাত হয়নি।  

রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণাগারের জ্যেষ্ঠ পর্যবেক্ষক আবদুস সালাম বলেন, রাজশাহীতে সন্ধ্যার আগ মুহূর্তে বৃষ্টিপাত শুরু হয়। সন্ধ্যার কিছুক্ষণ পরও বৃষ্টিপাত হয়। এ সময় ৪ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। তবে আকাশে মেঘ রয়েছে। রাতের দিকেও বৃষ্টিপাত হতে পারে। এছাড়া রাজশাহীতে আজ সর্বোচ্চ তপামাত্রা ছিল ৩৪ দশিমক ৪ ডিগ্রি সেলসিয়াস। রাজশাহীতে বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৮ থেকে ৯ নটিক্যাল মাইল। এছাড়া দমকা হাওয়াসহ বজ্রপাত হয়েছে। 

শাহিনুল আশিক/আরএআর