পদ্মা সেতুতে ৬ মোটরসাইকেল আরোহীকে ১৮ হাজার জরিমানা
পদ্মা সেতুতে নির্ধারিত লেনে মোটরসাইকেল না চালানোয় ৬ মোটরসাইকেল আরোহীকে ১৮ হাজার টাকা জরিমানা করেছে ট্রাফিক পুলিশ। সোমবার (২৪ এপ্রিল) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই জরিমানা করা হয়।
মাওয়া ট্রাফিক পুলিশের টিআই জিয়াউল হক জিয়া ঢাকা পোস্টকে বলেন, মোটরসাইকেলের জন্য নির্ধারিত লেনের বাইরে গিয়ে তারা মূল সেতু দিয়ে মোটরসাইকেল চালাচ্ছিল। এজন্য ৬ মোটরসাইকেল আরোহীকে ৩ হাজার করে মোট ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বিজ্ঞাপন
উল্লেখ্য, এর আগে পদ্মা সেতুতে দাঁড়ানো, নির্দিষ্ট লেনের বাইরে গিয়ে মোটরসাইকেল চালানো, তিনজন ওঠা, হেলমেট ব্যবহার না করা এবং ছবি তোলাসহ বিভিন্ন অপরাধে রোববার ২৩ মোটরসাইকেল চালককে ৭১ হাজার টাকা এবং গত শনিবার একই অপরাধে ৯ মোটরসাইকেল আরোহীকে ২৭ হাজার টাকা জরিমানা করে ট্রাফিক পুলিশ।
ব.ম শামীম/এমএ
বিজ্ঞাপন