ছন্দ ছাড়া কবিতা লিখে টিকে থাকা যায় না
বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নুরুল হুদা বলেছেন, মানুষের জাতিসত্ত্বার সবচেয়ে বড় পরিচয় মাতৃভাষা। আর জাতির ঐক্য সৃষ্টি হবে সাহিত্য ও সদাচারে। এসব নিয়ে প্রচুর পড়তে হবে। লক্ষ্মীপুরকে একটি পাঠাগার জেলায় পরিণত করতে হবে। পাঠাগারের মাধ্যমেই লেখক বের হয়ে আসবে। সবাইকে ছন্দবদ্ধ কবিতা লিখতে হবে। ছন্দ ছাড়া কবিতা লিখে টিকে থাকা যায় না। আর কবির কাজ হচ্ছে সমাজ পরিবর্তন করা।
মঙ্গলবার (২৫ এপ্রিল) সন্ধ্যায় লক্ষ্মীপুর জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত জেলা সাহিত্য সংসদের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাহিত্য সম্মেলন ও সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিজ্ঞাপন
জেলা সাহিত্য সংসদের সভাপতি ডা. সালাহউদ্দিন শরীফের সভাপতিত্বে জেলা প্রশাসক আনোয়ার হোছাইন আকন্দ অনুষ্ঠানের উদ্বোধন করেন। জেলা সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক গাজী গিয়াস উদ্দিন এতে স্বাগত বক্তব্য রাখেন। এসময় তিনি ‘মফস্বল সহিত্য চর্চা ও লক্ষ্মীপুর জেলা সাহিত্য সংসদ শীর্ষক’ প্রবন্ধ উপস্থাপন করেন।
এতে বিশেষ অতিথি ছিলেন ৭০ দশকের কবি শিশু সাহিত্যিক সৈয়দ আল ফারুক, লক্ষ্মীপুর পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরান হোসেন।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা রাজ্জাকুল হায়দার চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা শামসুল ইসলাম চৌধুরী, ড. আজাদ বুলবুল, শিশু সাহিত্যিক সালমা কিবরিয়া, শিক্ষাবিদ ছিদ্দিক উল্যাহ কবীর, মনির বিদ্যুৎ ও নুরুল আমিনকে সংবর্ধনা দেওয়া হয়।
হাসান মাহমুদ শাকিল/এমএএস