নরসিংদীর রায়পুরায় নিজ এলাকার ৫ হাজার মানুষকে বিরিয়ানি খাওয়ালেন বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য রিয়াদ আহমেদ সরকার। শনিবার (২৯ এপ্রিল) দুপুরে উপজেলার মহেষপুর ইউনিয়নের আলগী বাজারের ব্রয়লার মাঠে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় ও আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে আয়োজিত সভা শেষে এ খাবার বিতরণ করা হয়।

এ সময় তিনি বলেন, আপনারা ভয় পাবেন না, যার যেটা লাগে আমি সবাইকে সহযোগিতা করব। কোনো মামলা-হামলার ভয় পাবেন না। ঐ দিন শেষ। কোনো একটি পরিবারের লোকজন যদি বিনা দোষে কোনো মামলা-হামলা বা হয়রানির শিকার হয় কিংবা একজনও যদি বিনা দোষে জেলখানায় যায়, তাহলে সে বিষয়ে আমি দেখব। পরে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে আবারও নৌকাকে বিজয়ী করতে সকলকে অনুরোধ করেন।

এলাকাবাসীর সঙ্গে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় শেষে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-৫ আসনে মনোনয়ন প্রত্যাশী হিসেবে সকলের নিকট দোয়া প্রার্থনা করেন রিয়াদ আহমেদ। অনুষ্ঠান শেষে এলাকার ৫ হাজার মানুষকে বিরিয়ানি বিতরণ করেন এই নেতা।

অনুষ্ঠানে মহেষপুর ইউনিয়ন আ.লীগের সহসভাপতি আব্দুর রউফের সভাপতিত্বে ও পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মাসুদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসাইন, জেলা পরিষদ সদস্য রাজিব আহমেদ, মরজাল ইউনিয়ন আ.লীগের সভাপতি সানজিদা সুলতানা নাছিমা, উপজেলা যুবলীগের দপ্তর সম্পাদক হুমায়ুন কবির, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তাপস কুমার বিশ্বাস প্রমূখ।

এবিএস