মাদারীপুরের ডাসারে স্মার্টকার্ড বিতরণকালে লাইনে দাঁড়িয়ে থাকা নারীদের গলার চেইন ছিনতাইয়ের সময় ছিনতাইকারী চক্রের ৭ নারী সদস্যকে আটক করেছে স্থানীয়রা। শনিবার (২৯ এপ্রিল) দুপুরের দিকে উপজেলার নবগ্রাম ইউনিয়নে এ ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন, নিহারারা (৫০), রেকসনা (৪০), পারুল (৩৫), রোজিনা (৩০), সাহিদা (৮০), লামিয়া (৩০), পারুল (২৬)। চক্রের সদস্যদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন উপজেলায়।

জানা যায়, উপজেলার নবগ্রাম উচ্চ বিদ্যালয়ে স্মার্টকার্ড বিতরণকালে বীর মুক্তিযোদ্ধা চিন্তাময়ী বাড়ৈর গলায় থাকা স্বর্ণের চেইন ছিনতাইয়ের সময় হাতেনাতে প্রথমে ছিনতাইকারী চক্রের দুই নারী সদস্যকে আটক করা হয়। একই সময়ে স্মাটকার্ড সংগ্রহ করতে আসা আরও কিছু ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থল থেকে ওই চক্রের আরও পাঁচ সদস্যকে আটক করে স্থানীয়রা। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এলে ছিনতাইকারী চক্রের ৭ নারী সদস্যকে পুলিশের হাতে সোপর্দ করা হয়।

ভুক্তভোগী কাকলি সরকার বলেন, স্মার্টকার্ড নেওয়ার সময় প্রচুর ভিড় ছিল। এ সময় ছিনতাইকারী চক্রের তিন সদস্য আমাকে ঘিরে ধরে। পরে গলায় হাত দিয়ে দেখি আমার স্বর্ণের চেইন নেই। আমি তাদের শাস্তি চাই।

এ বিষয়ে নবগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান দুলাল তালুকদার জানান, সকাল থেকে নবগ্রাম উচ্চ বিদ্যালয়ে স্মার্টকার্ড বিতরণ কর্মসূচি ছিল। এ সময় ছিনতাইকারী চক্রের সদস্যরা ভিড়ের মধ্যে ঢুকে স্বর্ণের চেইন করতে থাকে। পরে তাদের কয়েকজনকে হাতেনাতে আটক করতে সক্ষম হয় স্থানীয়রা। তারা সংঘবদ্ধ ছিনতাকারী চক্রের সদস্য।

ডাসার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসানুজ্জামান ছিনতাইকারী চক্রের ৭ নারী সদস্যকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

রাকিব হাসান/এবিএস