সাংবাদিকদের কারো সঙ্গে কম্প্রোমাইজ না করার আহ্বান
সাংবাদিকদের কারো সঙ্গে কম্প্রোমাইজ না করার আহ্বান জানিয়েছেন একুশে পদকপ্রাপ্ত কথা সাহিত্যিক ইমদাদুল হক মিলন। তিনি বলেন, কোনোভাবেই সাংবাদিকতায় আপোষ করার সুযোগ নেই।
সোমবার (১ মে) রাতে রংপুর রিপোর্টার্স ক্লাব আয়োজিত এক অনুষ্ঠানে কথা সাহিত্যিক ও কালের কণ্ঠ প্রধান সম্পাদক ইমদাদুল হক মিলন এ কথা বলেন।
লেখালেখির জীবনের স্মৃতিচারণ করে ইমদাদুল হক মিলন বলেন, গেন্ডারিয়ার লাইব্রেরিতে আসা এক পাঠকের লেখালেখিতে উজ্জীবিত হয়েই আমার লেখালেখি শুরু হয়। সেটা একসময় প্রফেশন হয়ে যায়। সব থেকে কম বয়সে বাংলা একাডেমি পুরস্কার পাওয়া আমাকে ভালো লেখক হওয়ার প্রেরণা দিয়েছে।
বিজ্ঞাপন
তিনি বলেন, একজন জুনিয়র রিপোর্টার হিসেবে সাংবাদিকতা শুরু করেছিলাম। কালের পরিক্রমায় আজ প্রধান সম্পাদক হয়েছি। শুরু করলেই পারা যায়। নুরজাহান লিখতে গিয়ে আমাকে অনেক ভাবতে হয়েছে। এটি লিখতে আমার ১৮ বছর সময় লেগেছে এবং উপ-মহাদেশে মৌলবাদের উত্থান সম্পর্কে চারশর মতো বইও পড়তে হয়েছে।
রংপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি নজরুল ইসলাম রাজুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নানের সঞ্চালনায় মিলন সন্ধ্যায় ক্লাব সদস্য ছাড়াও বিভিন্ন গণমাধ্যমে কর্মরতরাসহ সাহিত্যকর্মীরা এতে অংশ নেন। এসময় তাকে ক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও শুভেচ্ছা স্মারক দেওয়া হয়।
বিজ্ঞাপন
ফরহাদুজ্জামান ফারুক/এফকে