ফরিদপুরে সুশান্ত মালো (৪৫) নামে হতদরিদ্র এক জেলের জাল ও নৌকা পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২ মে) দিবাগত রাতে সদর উপজেলার গেরদা ইউনিয়নের কুমার নদে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী সুশান্ত মালো গেরদার বাখুন্ডা এলাকার বৌঘাটা নিখুরদী মহল্লার বাসিন্দা মৃত সুবোধ মালোর ছেলে। জীবিকা নির্বাহের একমাত্র অবলম্বন হারিয়ে  স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে বিপাকে পড়েছেন সুশান্ত মালো। এ ঘটনায় কোতয়ালী থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি।

অভিযোগ সূত্রে জানা যায়, সুশান্ত মালো দীর্ঘ ২০-২২ বছর ধরে ফরিদপুরের বাখুন্ডা ব্রিজ থেকে নিখুরদি বৌঘাটা ব্রিজের মধ্যবর্তী কুমার নদে বেড় জাল দিয়ে মাছ শিকার করতেন। মাছ শিকার করে যা আয় করতেন তা দিয়েই স্ত্রী-সন্তানদের নিয়ে সংসার চালাতেন তিনি। মঙ্গলবার রাত ৮টার দিকে তিনি জালসহ নৌকাটি কুমার নদের পাড়ে বেঁধে রেখে বাড়ি চলে যান। বুধবার (৩ মে) ভোর ৪টার দিকে তিনি নদের পাড়ে গিয়ে দেখতে পান জালসহ নৌকাটিতে কে বা কারা আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। এতে তার প্রায় ২ লাখ ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে।

সুশান্ত মালো জানান, তার একমাত্র সম্বলই ছিল জাল ও নৌকা। সেগুলো হারিয়ে তিনি একেবারেই নিঃস্ব হয়ে গেছেন। মাছ ধরে বিক্রি করতে না পারলে  স্ত্রী ও সন্তানদের নিয়ে না খেয়ে থাকতে হবে বলেও জানান তিনি।

সুশান্ত মালো আরও জানান, তার সঙ্গে কারও কোনো শত্রুতা ছিল না। কারা তার এতবড় সর্বনাশ করলো তিনি তা জানেন না। এর সঙ্গে জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনারও দাবি জানান তিনি।

এ বিষয়ে ফরিদপুর কোতয়ালী থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. রাকিব হোসেন বলেন, এ ব্যাপারে ভুক্তভোগী সুশান্ত থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

জহির হোসেন/এবিএস