কুড়িগ্রাম সদরে লাঙল টানছেন দুই বৃদ্ধ

কুড়িগ্রাম সদরে দুই বৃদ্ধের কাঁধে জোয়াল দিয়ে ক্ষেতের আলু তুলছেন এক কৃষক। মঙ্গলবার (২৩ মার্চ) সকালে কুড়িগ্রাম-যাত্রাপুর সড়কের মাঝের চল এলাকায় এ চিত্র দেখা গেছে। 

ওই দুই বৃদ্ধের নাম আবদুল জব্বার (৭০) ও নূর ইসলাম (৬৫)। তারা কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নের উত্তর নওয়াবস গ্রামের বাসিন্দা।

দুই বৃদ্ধের সঙ্গে কথা বলে জানা যায়, তারা দিনমজুর হিসেবে কাজ করে জীবিকা নির্বাহ করেন। এরই অংশ হিসেবে আজ এক কৃষকের আলুক্ষেতে কাজ করতে এসেছেন। 

আবদুল জব্বার বলেন, ৩০০ টাকা দিনমজুরি হিসেবে এক মালিকের ক্ষেতের আলু তুলছি। সকাল থেকে বিকেল পর্যন্ত কাজ করতে হবে। কাজ না করলে আমাদের পরিবারের সদস্যদের মুখে খাবার জুটবে না।

বৃদ্ধ নূর ইসলাম বলেন, জমির মালিক আমাদের কামলা নিয়েছেন। গরু নেই, তাই নিজেদের ঘাড়ে লাঙল বেঁধে আলু তুলছি। এ কাজ অনেকে গরু দিয়ে করে। তখন অবশ্য আলু নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। অনেকে আবার কাঁধে জোয়াল টেনেও করে। এতে আলুর কোনো ক্ষতি হয় না। তবে এ বিষয়ে জমির মালিক কোনো মন্তব্য করতে রাজি হননি।

কুড়িগ্রাম কৃষি অধিদফতরের কৃষি কর্মকর্তা মো. আমিনুল ইসলাম জানান, বৃদ্ধদের কাঁধে লাঙল বেঁধে আলু তুলে অমানবিক কাজ করছেন জমির মালিক । ওই বৃদ্ধরা অভাব-অনটনের কারণে কাজ করতে এসেছেন। তাদের দিয়ে এমন কাজ করা মোটেও ঠিক হয়নি। 

কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিলুফা ইয়াসমিন বলেন, আধুনিক যুগে এরকম কাজ করেন না কৃষকেরা। দুই বৃদ্ধ যদি স্বেচ্ছায় কাজ করেন তাহলে বিষয়টি ভিন্ন। তারপরও আমরা বিষয়টি দেখব।

জুয়েল রানা/এসপি/এমএমজে