গাইবান্ধার আমেনা হত্যা মামলায় গ্রেপ্তার ১
গাইবান্ধার পলাশবাড়ির আমেনা বেগম (৫৫) হত্যা মামলার অন্যতম আসামি শহীদ মিয়া ওরফে শরিফকে (৩৫) গ্রেপ্তার করেছে র্যাব। শুক্রবার (৫ মে) দুপুরে র্যাব-১৩ এর ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বুজরুক বিষ্ণপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আসামি শহীদ ওই গ্রামের দুদু মিয়ার ছেলে। নিহত আমেনা বেগম একই এলাকার মৃত নুরুল ইসলামের স্ত্রী।
বিজ্ঞাপন
র্যাবের বিজ্ঞপ্তিতে বলা হয়, নিহত আমেনা বেগমের পরিবারের সঙ্গে আসামিদের জমিজমা নিয়ে দীর্ঘদিন যাবত ঝগড়া বিবাদ, মারামারিসহ মামলা মোকদ্দমা চলছিল। এরই জেরে গত বছরের ৪ নভেম্বর রাতে পরিকল্পিতভাবে আমেনা বেগমকে হত্যা করে আসামিরা। আমেনার পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করে পরদিন একটি ঘাসের জমি থেকে আমেনা বেগমের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় পরদিন ৬ নভেম্বর নিহতের ছেলে আউয়াল বাদি হয়ে শহীদ মিয়াকে প্রধান আসামিসহ আটজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও তিনজনের নামে পলাশবাড়ি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, গ্রেপ্তারকৃত আসামি দীর্ঘদিন ধরে নিজেকে আত্মগোপনে রেখে বারবার তার অবস্থান পরিবর্তন করতো। গ্রেপ্তারের পর র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার ঘটনাও স্বীকার করেছে আসামি শহীদ। এছাড়া ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারে গোপন অনুসন্ধান চলছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
বিজ্ঞাপন
রিপন আকন্দ/এবিএস