ফেলে যাওয়া সাড়ে ৩ লাখ টাকা ফেরত দিলেন অটোরিকশা চালক
সিএনজি অটোরিকশা চালিয়ে সংসার চালান মো. রুবেল। অভাব থাকলেও কখনো লোভ পেয়ে বসেনি তাকে। অতি কষ্টে সংসার চালালেও সর্বদাই সৎ থেকেছেন তিনি। এবার এক যাত্রীর ফেলে যাওয়া সাড়ে তিন লাখ টাকার ব্যাগ ফেরত দিলেন সিএনজি অটোরিকশা চালক রুবেল।
রোববার (৭ মে) বিকেলে নোয়াখালী শহরের সুপার মার্কেটের সামনের সিএনজি স্ট্যান্ডে এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
জানা যায়, সোনার ব্যবসা করেন আব্দুর রহিম। ব্যবসার সাড়ে তিন লাখ টাকা নিয়ে যাচ্ছিলেন ব্যাংকে। কিন্তু তিনি ব্যাংকে প্রবেশের আগে টাকার ব্যাগ রেখেই সিএনজি অটোরিকশা থেকে নেমে যান। অটোরিকশা চালক রুবেল কিছুদূর যাওয়ার পর টের পান কেউ ব্যাগ ফেলে গেছেন। পরে ব্যাগটি খুলে দেখেন ভেতরে অনেক টাকা। রোববার (৭ মে) বিকেলে জেলা শহরের সুপার মার্কেটের সামনে কয়েকজন সাংবাদিক নিয়ে আব্দুর রহিমের কাছে টাকাসহ ব্যাগটি ফিরিয়ে দেন অটোরিকশা চালক রুবেল।
সোনা ব্যবসায়ী আব্দুর রহিম ঢাকা পোস্টকে বলেন, আমি টাকা হারিয়ে পাগলপ্রায় হয়ে গিয়েছিলাম। তন্ন তন্ন করে পুরো পথ খুঁজেছি৷ কিন্তু অটোরিকশার ভেতরে যে থাকতে পারে তা স্বপ্নেও ভাবিনি। টাকাগুলো পেয়ে আমি খুব খুশি।
বিজ্ঞাপন
আব্দুল বাসেদ নামের স্থানীয় এক সাংবাদিক ঢাকা পোস্টকে বলেন, অটোরিকশা চালক রুবেলের সততা সত্যিই প্রশংসনীয়। তার এ সততা দৃষ্টান্ত হয়ে থাকবে।
অটোরিকশা চালক রুবেল ঢাকা পোস্টকে বলেন, অভাবের সংসার হলেও বাবা-মা কখনো লোভ শেখায়নি। সাংবাদিক ভাইদের সহযোগিতায় মূল মালিককে সহজেই খুঁজে পাওয়া গেছে। সবার প্রতি কৃতজ্ঞতা।
হাসিব আল আমিন/কেএ