মানহানির মামলায় পাবিপ্রবির সাবেক উপাচার্যের বিচার শুরু
অধ্যাপক ড. এম রোস্তম আলী
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) সাবেক উপাচার্য অধ্যাপক ড. এম রোস্তম আলীর বিরুদ্ধে দায়ের করা মানহানির মামলায় চার্জ গঠন করেছেন আদালত। গতকাল রোববার (৭ মে) পাবনার ৪ নং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতের বিচারক হাসান আল আজাদ চার্জ গঠনের পর বিচার শুরুর আদেশ দিয়েছেন।
সোমবার (৮ মে) বিকেলে বাদী পক্ষের আইনজীবী রাজিয়া সুলতানা টুলটুলি এবং বিবাদী পক্ষের আইনজীবী শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
মামলার বিবরণে জানা যায়, পাবিপ্রবির সাবেক প্রক্টর ও শিক্ষক সমিতির সাবেক সভাপতি অধ্যাপক আওয়াল কবির জয় গত বছরের ২৪ মার্চ পাবনা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত-১ এ মামলাটি করেন।
মামলার আবেদনে বলা হয়, অধ্যাপক ড. এম রোস্তম আলী পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য থাকা অবস্থায় বিভিন্ন প্রকার দুর্নীতিতে জড়িয়ে পড়েন। বাদী উক্ত বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান ও রিজেন্ট বোর্ডের সদস্য আওয়াল কবির জয় উপচার্য এম রোস্তম আলীর এসব অপরাধমূলক কর্মকাণ্ডের প্রতিবাদ করায় তার প্রতি ক্ষুব্ধ হন। তিনি শিক্ষা মন্ত্রণালয়ে ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের দুটি পত্রের বিকৃত ব্যাখ্যা রিজেন্ট বোর্ডের সভায় উপস্থাপন করে বাদীকে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের ৫৩তম সভায় চিঠি দিয়ে আমন্ত্রণ জানিয়েও ক্ষমতার অপব্যবহার করে প্রবেশ করতে দেননি। শুধু তাই নয়, কোনো কারণ দর্শানো নোটিশ ছাড়াই রিজেন্ট বোর্ডের সভায় বাদীকে শিক্ষকের সাধারণ দায়িত্ব ব্যতীত প্রশাসনিক আর কোনো দায়িত্ব না প্রদানের এক তরফা সিদ্ধান্ত গ্রহণ করেন। নিজ স্বার্থ হাসিল এবং ক্ষমতার অপব্যবহার দ্বারা লাগামহীন অনিয়ম দুর্নীতি করতেই তিনি এমন সিদ্ধান্ত গ্রহণ করেন বলে মামলার আবেদনে উল্লেখ করা হয়।
বিজ্ঞাপন
বাদী আরও উল্লেখ করেন, এতে তার একাডেমিক, প্রশাসনিক, আর্থিক ক্ষতি ছাড়াও কর্মস্থলে ও সমাজে সীমাহীন মানহানি ঘটেছে। যার আনুমানিক ক্ষতির পরিমাণ ৫০ কোটি টাকা।
মামলার আবেদনের পর দুই দফায় শুনানি হয়। আসামি এম রোস্তম আলী সশরীরে উপস্থিত হয়ে জামিন প্রার্থনা করেন এবং জামিন লাভ করেন। তিনি মামলা খারিজেরও আবেদন করেন। কিন্তু বিজ্ঞ আদালত বাদী-বিবাদী উভয় পক্ষের উপস্থিতিতে তাদের আইনজীবীদের বক্তব্য শুনে গত ৭ মে মামলার চার্জ গঠন করেন এবং বিচার শুরুর আদেশ দেন।
বাদী পক্ষের আইনজীবী রাজিয়া সুলতানা টুলটুলি বলেন, মামলার তদন্তে সত্যতা পেয়ে গতকাল বিচারক চার্জ গঠনের আদেশ দেন। নিশ্চয় আদালত দৃষ্টান্তমূলক সাজা দেবেন।
তবে আসামি পক্ষের আইনজীবী শরিফুল ইসলাম বলেন, ঘটনার কোনো সত্যতা নেই। এটি একটি সাজানো ও কাল্পনিক মামলা। এ মামলায় আসামি নিঃশর্ত খালাস পাবেন।
মামলার বাদী পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাবেক সভাপতি আওয়াল কবির জয় বলেন, অধ্যাপক ড. এম রোস্তম আলী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য থাকাকালে ক্ষমতার অপব্যবহার ও অনিয়ম দ্বারা আমার একাডেমিক, প্রশাসনিক ও আর্থিক অপূরণীয় ক্ষতি করেছেন। তার প্রতিকারে আমি ৫০ কোটি টাকার ক্ষতিপূরণ দাবি করে আদালতে মামলা করি। আদালত সেটি আমলে নিয়ে কয়েক দফা শুনানি শেষে গত ৭ মে বাদী-বিবাদীর উপস্থিতিতে চার্জ গঠন করেছেন এবং বিচার শুরুর আদেশ দিয়েছেন। এতে আমি সন্তুষ্ট। আশা করি আমি ন্যায়বিচার পাব।
বিবাদী অধ্যাপক ড. এম রোস্তম আলী বলেন, এটা হয়রানিমূলক মামলা। আশা করি আদালতে ন্যায় বিচার পাব।
রাকিব হাসনাত/আরএআর