ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল

ময়মনসিংহে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ার পর পেছন থেকে আসা একটি ট্রাকের চাপায় মা-মেয়ে নিহত হয়েছেন। মঙ্গলবার (২৩ মার্চ) দুপুরে নগরীর শম্ভুগঞ্জ টুলবক্সের কাছে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন— সদরের চর নিলক্ষীয়া ইউনিয়নের পুলিয়ামারী গ্রামের রনি মিয়ার স্ত্রী রুবিনা আক্তার (২৩) ও তাদের ১ বছর বয়সের শিশুকন্যা নীলা আক্তার।

বিষয়টি নিশ্চিত করেছেন সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আলাউদ্দিন। তিনি বলেন, পুলিয়ামারী গ্রাম থেকে রনি মিয়া স্ত্রী-সন্তানসহ মোটরসাইকেলযোগে ময়মনসিংহের ত্রিশালে যাচ্ছিলেন। পথে শম্ভুগঞ্জ টুলবক্স পার হওয়ার পর হঠাৎ ওই নারী তার সন্তানকে নিয়ে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে। এ সময় পেছন থেকে আসা একটি ট্রাক তাদের চাপা দিলে ঘটনাস্থলেই রুবিনা মারা যান।

পুলিশ সুপার মোহাম্মদ আলাউদ্দিন আরও বলেন, পরে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে নিলে তাকেও মৃত ঘোষণা করেন চিকিৎসক। এ ঘটনার পর ট্রাকটি জব্দ করা হয়। পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

উবায়দুল হক/এমএসআর