গাজীপুরে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কাউন্সিলর হলেন ফয়সাল
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ১৫নং ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা মনোনয়ন প্রত্যাহার করে নেওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় ওয়ার্ড কাউন্সিলর নির্বাচিত হয়েছেন ফয়সাল আহমেদ সরকার। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন সোমবার (৮ মে) বিনা প্রতিদ্বন্দ্বিতায় কাউন্সিলর নির্বাচিত হন তিনি।
ফয়সাল আহমেদ সরকার গাজীপুর মহানগরের চান্দনা এলাকার শামসুদ্দিন সরকারের ছেলে। তিনি এর আগে দুইবার একই ওয়ার্ড থেকে কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন।
বিজ্ঞাপন
এ বিষয়ে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ফরিদুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, ১৫নং ওয়ার্ডে ফয়সাল আহমেদ সরকার, নাহিদ চৌধুরী, আব্দুস সোবাহান ও লিটন হোসেন মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। পরে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ফয়সাল আহমেদ সরকার ছাড়া অন্য ৩ প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করে নেওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন তিনি।
শিহাব খান/এবিএস
বিজ্ঞাপন