চাপা পড়া বৃদ্ধকে আধা কিলোমিটার টেনে নিয়ে যায় বাস
নীলফামারীতে বাসের ধাক্কায় সৈয়দ এজাজুল হক শাহ ফকির (৬০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। বুধবার (১০ মে) সন্ধ্যা ৭টার দিকে নীলফামারী-সৈয়দপুর সড়কের উত্তরা ইপিজেড হাজিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত এজাজুল হক শাহ ফকির সদর উপজেলার উত্তরা ইপিজেড পিলারের বাজার এলাকার মৃত সৈয়দ জসিম উদ্দিন শাহ ফকিরের ছেলে।
বিজ্ঞাপন
প্রত্যক্ষদর্শীরা জানান, উত্তরা ইপিজেড বাজার থেকে বাইসাইকেল চালিয়ে বাড়ি যাচ্ছিলেন এজাজুল। এ সময় চিলাহাটি থেকে ছেড়ে আসা ঢাকাগামী নাদের পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস নীলফামারী থেকে সৈয়দপুর যাওয়ার সময় উত্তরা ইপিজেড এলাকায় পেছন থেকে বৃদ্ধকে ধাক্কা দেয়। এতে বৃদ্ধ বাসের নিচে চলে গেলে বাইসাইকেলটি ছিটকে পড়ে। কিন্তু বৃদ্ধ এজাজুল হক নিচে থাকা অবস্থায় প্রায় আধা কিলোমিটার টেনে নিয়ে যায় যাত্রীবাহী বাসটি। এতে ঘটনাস্থলে বৃদ্ধের মৃত্যু হয়। এরপর বাসসহ চালক পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা বাসটি আটক করলেও চালক পালিয়ে যায়।
উত্তরা ইপিজেড ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার শহিদুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়। পরে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
বিজ্ঞাপন
নীলফামারী সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুল আলম ঢাকা পোস্টকে বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বাসটি জব্দ করে থানায় রাখা হয়েছে।
শরিফুল ইসলাম/এবিএস