রংপুর কারমাইকেল কলেজের বিতর্কিত শিক্ষক আহসান উল ফেরদৌসকে কলেজে ঢুকতে বাধা দিয়েছে লালমনিরহাট সরকারি কলেজের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার(১১ মে) বিকেলে লালমনিরহাট সরকারি কলেজে যোগদান করতে এলে মূল ফটকে শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন তিনি। 

শিক্ষার্থীরা জানান, রংপুরের কারমাইকেল কলেজের অর্থনীতি বিভাগের প্রভাষক আহসান উল ফেরদৌসের সঙ্গে একই বিভাগের এক ছাত্রীর আপত্তিকর একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। ঐতিহ্যবাহী কারমাইকেল কলেজের মতো একটি শিক্ষাপ্রতিষ্ঠানে এমন ঘটনা এবারই প্রথম হওয়ায় বিষয়টি টক অব দ্য টাউনে পরিণত হয়েছে। এতে তীব্র নিন্দা জানিয়েছেন সাবেক ও বর্তমান শিক্ষক-শিক্ষার্থীসহ রংপুরবাসী। পরে কারমাইকেল কলেজের পরিচালনা পরিষদের অনুমতিতে তাকে লালমনিরহাট সরকারি কলেজে বদলি করা হয়।

লালমনিরহাট সরকারি কলেজে বিতর্কিত ওই শিক্ষকের যোগদানের খবর ছড়িয়ে পড়লে ক্ষোভে ফেটে পড়ে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার বিকেলে শিক্ষক আহসান উল ফেরদৌস কলেজে যোগদানের উদ্দেশ্যে আসলে শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

কলেজের শিক্ষার্থী নুরনবী নুর ও আহসান রাব্বি জানান, অনৈতিক কর্মকাণ্ড করে যে ভিডিও ভাইরাল করতে পারে তার কাছে কোনো শিক্ষার্থী নিরাপদ নয়। তাই আমরা তাকে এই কলেজে ঢুকতে দেইনি। 

এ বিষয়ে লালমনিরহাট সরকারি কলেজের অধ্যক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

নিয়াজ আহমেদ সিপন/আরএআর