সুনামগঞ্জের তাহিরপুরের সীমান্ত নদী যাদুকাটায় বালুভর্তি দুই নৌকার মাঝে চাপা পড়ে সুজন মিয়া (২৩) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (১৩ মে) যাদুকাটা নদীর ঘাগটিয়া-লাউড়েরগড় খেয়াঘাট সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন তাহিরপুর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ ইফতেখার হোসেন। নিহত শ্রমিক বিশ্বম্ভরপুর উপজেলার ফতেহপুর ইউনিয়নের শাহপুর গ্রামের জহির উদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, শনিবার দুপুর সাড়ে বারোটার দিকে যাদুকাটা নদী দিয়ে সুজন মিয়াসহ ৫-৬ জনের একটি শ্রমিকদল বালুভর্তি একটি স্টিলবডি নৌকা নিয়ে ফিরছিল। পথে ঘাগটিয়া-লাউড়েরগড় এলাকায় একটি ডুবন্ত স্টিলবডি নৌকা দেখতে পান। এ সময় সুজন মিয়া তাদের নৌকার সঙ্গে ডুবন্ত ওই নৌকার সংঘর্ষের আশঙ্কায় তা ঠেকাতে গেলে দুই নৌকার মাঝে চাপা পড়ে গুরুতর আহত হন। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে বিশ্বম্ভরপুর হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়।

সোহানুর রহমান সোহান/এবিএস