ফাইল ছবি

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পের আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলির ঘটনা হয়েছে। এতে এক রোহিঙ্গা সন্ত্রাসী নিহত হয়েছেন। ঘটনার পর ক্যাম্পে অভিযান চালিয়ে দুইজনকে আটক করেছে এপিবিএন।

সোমবার (১৫ মে) বিকেলে উখিয়ার ১৭ নং রোহিঙ্গা ক্যাম্পে এ গোলাগুলির এ ঘটনা ঘটে। আটককৃতরা হলেন- একই ক্যাম্পের বাসিন্দা মামুন রশিদ ও আব্দুর রহমান।

১৪ এপিবিএনের অধিনায়ক সৈয়দ হারুন অর রশীদ জানান, রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের একটি দল অবস্থান করছে- এমন সংবাদের ভিত্তিতে অভিযানে যায় এপিবিএন। অভিযানের একপর্যায়ে এপিবিএন সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে সন্ত্রাসীরা। এপিবিএন সদস্যরাও আত্মরক্ষায় পাল্টা গুলি ছোড়ে। গোলাগুলির একপর্যায়ে এক সন্ত্রাসী মারা যায়। পরে এলাকায় অভিযান চালিয়ে দুই সন্ত্রাসীকে আটক করা হয়। 

নিহতের মরদেহ উখিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে তার নাম-পরিচয় পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে তিনি জানান। 

সাইদুল ফরহাদ/আরএআর