মানবিক পুলিশিংয়ের মাধ্যমে করোনার দ্বিতীয় ঢেউ রুখতে চায় পুলিশ
মাস্ক ক্যাম্পেইনে পুলিশের ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি ব্যারিস্টার হারুন অর রশিদ
পুলিশের ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি ব্যারিস্টার হারুন অর রশিদ বলেছেন, মানবিক পুলিশিংয়ের মাধ্যমেই আমরা করোনার প্রথম ঢেউ মোকাবিলা করতে পেরেছি। তবে দীর্ঘ এক বছর পর মানুষের মাঝে কিছুটা অসচেতনতা চলে আসায় আবারও করোনা সংক্রমণের হার বাড়ছে। এবারও আগের মতই তাদের সচেতন করার ক্ষেত্রে জোর দিয়েছি।
বুধবার (২৪ মার্চ) দুপুরে নগরীর চরপাড়া এলাকায় করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় জনসচেতনতা বাড়াতে ময়মনসিংহ জেলা পুলিশ আয়োজিত মাস্ক ক্যাম্পেইনে তিনি এসব কথা বলেন।
বিজ্ঞাপন
করোনা মোকাবিলায় প্রত্যেককে সাবধানতা অবলম্বনের আহ্বান জানিয়ে ডিআইজি বলেন, বাংলাদেশে বর্তমানে করোনার প্রাদুর্ভাব ঊর্ধ্বমুখী হওয়ায় আইজিপি স্যারের নির্দেশনা মোতাবেক আমরা এই মাস্ক ক্যাম্পেইনের মাধ্যমে সাধারণ মানুষকে সচেতন করার চেষ্টা করছি। কেননা নিজে স্বাস্থ্যবিধি মেনে চললে পুরো পরিবার, পুরো সমাজ তথা সারাদেশ করোনার থাবা থেকে রক্ষা পাবে।
অনুষ্ঠানে ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র মো. ইকরামুল হক টিটু বলেন, নতুন করে আবারও লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা। এ থেকে রক্ষা পেতে হলে অবশ্যই সবাইকে মাস্ক পরিধান করতে হবে ও যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। গত এক বছর সবার আন্তরিক প্রচেষ্টায় যেভাবে নিজেরা ভালো থাকতে পেরেছি এবং অন্যকে ভালো রাখার সুযোগ করে দিয়েছি, সেই অভিজ্ঞতাটুকু কাজে লাগিয়ে এবারও করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলা করতে হবে।
বিজ্ঞাপন
ময়মনসিংহের পুলিশ সুপার মোহা. আহমার উজ্জামানের সভাপতিত্বে এতে আরও বক্তব্য দেন ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি ড. আক্কাস উদ্দিন ভূঁইয়া, জেলা পরিষদের চেয়ারম্যান ইউসুফ খান পাঠান, মহানগর আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম, মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক জাহাঙ্গীর আহমেদ, জেলা মটর মালিক সমিতির সভাপতি মমতাজ উদ্দিন, বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ডা. কে আর ইসলাম প্রমুখ।
বক্তব্য শেষে সাধারণ মানুষের মাঝে মাস্ক বিতরণ করেন অতিথিরা। এছাড়াও ‘মাস্ক পড়ার অভ্যেস, করোনামুক্ত বাংলাদেশ’, ‘লড়বো জিতবো বাঁচবো, করোনাকে রুখবো’, ‘স্বাস্থ্যবিধি অনুসরণ করি, করোনামুক্ত বাংলাদেশ গড়ি’, ‘আপনি বাঁচলে বাঁচবে দেশ, করোনামুক্ত বাংলাদেশ’ ইত্যাদি স্লোগান সংবলিত প্ল্যাকার্ড হাতে নিয়ে জনসচেতনতায় কাজ করেন পুলিশ সদস্যরা।
উবায়দুল হক/আরএআর