খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল আলম মনা বলেছেন, সরকার পতনের আন্দোলনে ‘ডু অর ডাই’ ম্যাচ খেলতে বিএনপির নেতাকর্মীরা প্রস্তুত রয়েছেন। দেশে গণতন্ত্র পুনরায় প্রতিষ্ঠা করতে, ভোটাধিকার আদায় করতে, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে, তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে বিএনপির প্রত্যেক নেতাকর্মী বদ্ধপরিকর। চলমান আন্দোলনের মাধ্যমে রাজপথেই জনগণের দাবি আদায় করা হবে।

বুধবার (১৭ মে) বিকেলে খুলনা মহানগর বিএনপি কার্যালয়ে নবগঠিত সদর থানা বিএনপির প্রথম সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মনা আরও বলেন, দায়িত্বহীনভাবে কূটনীতিকদের বাড়তি নিরাপত্তা প্রত্যাহার করেছে, এতে সংকট সৃষ্টি হবে। এটা বাংলাদেশের সঙ্গে আন্তর্জাতিক সম্পর্ক ক্ষতিগ্রস্ত করবে।

নগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভা পরিচালনা করেছেন খুলনা সদর থানা আহ্বায়ক কে এম হুমায়ুন কবীরের সভাপতিত্বে ও সদস্য সচিব মোল্লা ফরিদ আহমেদ। 

এছাড়া সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদলের সহ সভাপতি নাজমুল হুদা চৌধুরী সাগর, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ সাদী, মহানগর শ্রমিকদলের আহ্বায়ক মজিবর রহমান, সদস্য সচিব শফিকুল ইাসলাম শফি, আব্দুর রাজ্জাক, বিএম তানভীরুল আজম, নাসির খান, মিজানুর রহমান মিলটন, শহীদ খান, সিরাজুল ইসলাম লিটন, কাজী কামরুল ইসলাম বাবু, মাহবুব উল্লাহ শামীম, মেশকাত আলী, মনিরুজ্জামান মনির, হাসান আল মামুন বাপ্পি, ঢালী মো. সালাউদ্দিন ও জহিরুল ইসলাম জুয়েল প্রমুখ। 

মোহাম্মদ মিলন/আরকে