২৫ লাখ গলদা চিংড়ির রেণু পোনা জব্দ, আটক ২
পটুয়াখালী থেকে ৫৫টি ড্রামে গলদা চিংড়ির ২৫ লাখ রেণু পোনা পাচারকালে দুই জনকে আটক করেছে নৌ পুলিশ। রোববার (২১ মে) ভোর ৪টার দিকে নগরীর আব্দুর রব সেরনিয়াবাত সেতুর টোলপ্লাজায় ট্রাকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃত পোনা পাচারকারীরা হলেন, পটুয়াখালীর কলাপাড়া উপজেলার বাসিন্দা মো. ইব্রাহীম মিয়া (৩০) ও মো. রাব্বি মিয়াকে (২১)। পরে জব্দকৃত রেণু পোনা কীর্তনখোলা নদীতে অবমুক্ত করা হয়।
বিজ্ঞাপন
বরিশাল অঞ্চলের পুলিশ সুপার (এসপি) কফিল উদ্দিন এ তথ্য নিশ্চিত করে বলেন, পটুয়াখালীর কলাপাড়া থেকে খুলনাগামী ট্রাকে ৫৫টি ড্রাম ভর্তি ২৫ লাখ পিস গলদা চিংড়ির রেণু পোনা পাচার করা হচ্ছিল।
বিজ্ঞাপন
এ বিষয়ে বরিশাল সদর নৌ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল বলেন, রেণু পোনা বহনকারী ট্রাকটি জব্দ করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
সৈয়দ মেহেদী হাসান/এবিএস