দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এয়ার অ্যাস্ট্রার ফ্লাইট নামল যশোরে
নীলফামারীর সৈয়দপুরে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বেসরকারি বিমান সংস্থা এয়ার অ্যাস্ট্রার একটি ফ্লাইট যশোর বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। ঢাকা থেকে ছেড়ে আসা এয়ার অ্যাস্ট্রার ফ্লাইটটি শিডিউল অনুযায়ী সৈয়দপুর বিমানবন্দরে রোববার (২১ মে) রাত ৯টায় অবতরণের কথা ছিল।
ওই ফ্লাইটের যাত্রী সৈয়দপুর পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম বাবুর ফেসবুকে দেওয়া একটি পোস্ট থেকে জানা যায়, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সৈয়দপুর বিমানবন্দরে ফ্লাইটটি অবতরণ না করে যশোর বিমানবন্দরে অবতরণ করেছে। রাত ১০টার দিকে যশোর বিমানবন্দর থেকে তিনি ফেসবুকে এ পোস্টটি করেন।
বিজ্ঞাপন
বিষয়টি নিশ্চিত করে সৈয়দপুর বিমানবন্দরের ম্যানেজার সুপ্লব কুমার ঘোষ ঢাকা পোস্টকে বলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ফ্লাইটটি যশোর বিমানবন্দরে অবতরণ করেছে। তবে কতজন যাত্রী এ ফ্লাইটে ছিলেন তা জানা যায়নি।
শরিফুল ইসলাম/এফকে
বিজ্ঞাপন