পুলিশ পাহারায় আটক চাল নিয়ে যাওয়া হচ্ছে

টাঙ্গাই‌লের কা‌লিহাতী‌তে বি‌ক্রি করার সময় ৪৮ বস্তা সরকারি চাল জব্দ করা হ‌য়ে‌ছে। এ সময় চাল বি‌ক্রির সঙ্গে জ‌ড়িত তিনজন‌কে আটক ক‌রে‌ছে পু‌লিশ। বৃহস্প‌তিবার (২৫ মার্চ) সকা‌লে উপ‌জেলার নাগবা‌ড়ি ইউ‌নিয়‌নের আওলাতুল এলাকার ডিলার ইয়া‌সিন আলীর গোডাউন থে‌কে এসব চালের বস্তা উদ্ধার করা হয়। 

কা‌লিহাতী থানা পুলিশের উপপ‌রিদর্শক (এসআই ) রুপম ঢাকা পোস্ট‌কে ব‌লেন, অ‌ভিযান চা‌লি‌য়ে সরকা‌রি চাল বি‌ক্রির সময় তিনজন‌কে আটক করা হ‌য়েছে। এ সময় চালও উদ্ধার করা হয়। এ ‌বিষ‌য়ে উপ‌জেলা খাদ্য গুদাম কর্মকর্তা থানায় অ‌ভি‌যোগ দা‌য়ের কর‌বেন। ত‌বে ডিলার‌কে পাওয়া যায়‌নি। 

কা‌লিহাতী উপ‌জেলা সহকা‌রী ক‌মিশনার (ভূ‌মি ) মো. কামরুল হাসান ঢাকা ‌পোস্ট‌কে ব‌লেন, ডিলার ইয়া‌সি‌ন সরকা‌রি চাল বি‌ক্রির কর‌ছে এমন সংবা‌দে সেখা‌নে অ‌ভিযান চা‌লিয়ে ৪৮ বস্তা চাল পাওয়া যায়। ত‌বে চালগু‌লো পা‌টের বস্তা থে‌কে প্লা‌স্টি‌কের বস্তায় তোলা ছিল।

প‌রে খাদ্য গুদাম কর্মকর্তা সরকা‌রি চাল হি‌সে‌বে শনাক্ত ক‌রেন। সেখান থে‌কে তিনজন‌কে আটক করা হয়। প‌রে চাল ও আটক‌দের থানায় পাঠা‌নো হ‌য়। সরকা‌রি চাল বি‌ক্রির সঙ্গে জ‌ড়িত‌দের বিরু‌দ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হ‌বে।

অভিজিৎ ঘোষ/এসপি