নদীতে পড়ে যাওয়া কবুতর তুলতে গিয়ে যুবক নিখোঁজ
এমভি প্রগতি গ্রিনলাইন-১
বাগেরহাটের ভৈরব নদীতে পড়ে যাওয়া কবুতর তুলতে গিয়ে লিমন (২৪) নামে এক জাহাজ শ্রমিক নিখোঁজ হয়েছেন। বৃহস্পতিবার (২৫ মার্চ) সকালে বাগেরহাট শহরের মুনিগঞ্জে এমভি প্রগতি গ্রিনলাইন-১ নামে জাহাজ থেকে নদীতে নেমে নিখোঁজ হন তিনি। ঘটনার পর ফায়ার সার্ভিস ও নৌ পুলিশের দুইটি দল উদ্ধার অভিযান শুরু করেছে।
নিখোঁজ লিমন মাগুরা জেলার লক্ষ্মীপুরের কোরবান আলীর ছেলে।
বিজ্ঞাপন
জাহাজের সুকানি শিমুল জানান, জাহাজের পোষা একটি কবুতর নদীতে পড়ে গেলে লিমন কবুতরটিকে তুলতে নামে। এ সময় প্রচণ্ড স্রোতে ভেসে যায় সে। স্থানীয় ট্রলারের মাধ্যমে উদ্ধারের চেষ্টা করলেও লিমনের কাছে পৌঁছানোর আগেই সে ডুবে যায়।
জানা গেছে, গত ১৬ মার্চ চট্টগ্রাম বন্দর থেকে রওনা দিয়ে গমবাহী কোস্টাল জাহাজটি ১৯ মার্চ বাগেরহাটে এসে পৌঁছায়। এখানে গম অপসারণের পর জাহাজটির ফিরে যাওয়ার কথা ছিল।
বিজ্ঞাপন
বাগেরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক গোলাম সরোয়ার জানান, কবুতর তুলতে নেমে লিমন নামে এক যুবক নদীতে ডুবে যাওয়ার ঘটনা শুনেছি। আমরা ঘটনাস্থলে পৌঁছেছি। ডুবুরি দল উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।
তানজীম আহমেদ/এসপি