পটুয়াখালীর বাউফলের সূর্যমনি ইউনিয়নের গুলবাগ ফরাজি বাড়ির দুই ঘরে খাবারের সঙ্গে চেতনানাশক ওষুধ মিশিয়ে অচেতন করে নগদ টাকাসহ ৭-৮ ভরি স্বর্ণালঙ্কার লুট করেছে দুর্বৃত্তরা।

ওই বাড়ির গৃহিণী দিলরুবা আক্তার (৪০) জানান, বৃহস্পতিবার (২৫ মে) রাত সাড়ে ৯টার দিকে তারা খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। আজ শুক্রবার সকাল সাড়ে ৯টায় তার ঘুম ভাঙলে নিজেকে হাসপাতালে দেখতে পান। অন্য চারজন তখনও গভীর ঘুমে আচ্ছন্ন।

বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মিরাজুল ইসলাম বলেন, খাবারের সঙ্গে চেতনানাশক ওষুধ মিশিয়ে বা চেতনানাশক স্প্রে ছিটিয়ে তাদেরকে অচেতন করা হয়।

এদের মধ্যে শুক্রবার বজলুর রহমান ফরাজী (৭৫), হাবিবা আক্তার (১৪) ও মিনারা বেগমকে (৫০) বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। দিলরুবা আক্তার ও মেহেরুননেছা (৬০) বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

বাউফল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিম আরিচুল হক বলেন, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এমজেইউ