বরিশাল সিটি কর্পোরেশন (বিসিসি) নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী ইকবাল হোসেন তাপস বলেছেন, গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে আপনারা দেখেছেন কীভাবে জনগণ নৌকাকে ডুবিয়ে দিয়েছে। পটুয়াখালীর মির্জাগঞ্জ ও পিরোজপুর জেলার নাজিরপুরের উপনির্বাচনেও নৌকা ডুবে গেছে। ডুবন্ত নৌকায় কেউ উঠবে না।

প্রতীক বরাদ্দের পেয়ে শুক্রবার (২৬ মে) বিকেলে নগরীর মতাসার এলাকায় আনুষ্ঠানিক প্রচারণার শুরুতে তিনি এসব কথা বলেন। 

ইকবাল হোসেন তাপস বলেন, বিগত ১৫ বছর বরিশালের ভোটাররা ভোট দিতে পারিনি। এবার ভোট দিতে পারলে জনগণ কোনো ভুল সিদ্ধান্ত নেবে না। কারণ জনগণ বুঝে গেছে নৌকা দিয়ে আর কাজ হবে না। এবার বরিশালে লাঙলের জয়জয়কার হবে।

তিনি আরও বলেন, বরিশালবাসীকে নিয়ে এগিয়ে যেতে চাই। আমার কালো টাকার পাহাড় নেই। তবে আছে বুকভরা সাহস ও ভালোবাসা। গুন্ডা আর মস্তানির রাজনীতি আমি করি না। আমি মানুষের রাজনীতি করি। আগামী ১২ জুন আপনারা আমার সঙ্গে থাকুন। আমি আপনাদের কর্মচারী ও সেবক হিসেবে কাজ করতে চাই।

এ সময় মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুল, অ্যাডভোকেট এমএ জলিল, রফিকুল ইসলাম গফুর, অধ্যাপক গিয়াস উদ্দিন, এসএম ইনামুল হাসান শামীম, জাহিদুল ইসলাম মামুন, হাফিজা আক্তার রিমি, তানিয়া আক্তার, মোসাম্মত লামিয়া, মোহাম্মদ ইউনুস প্রমুখ উপস্থিত ছিলেন। 

সৈয়দ মেহেদী হাসান/আরএআর