লাল চাঁন হত্যার পেছনে স্ত্রীর পরকীয়া
গ্রেফতার আবেদীন রাজিব
ময়মনসিংহ সদরের স্বল্প বরিয়ান গ্রামের রিকশাচালক লাল চাঁন মিয়ার স্ত্রীর সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়েছিলেন প্রতিবেশী চরগোবিন্দপুর গ্রামের সাহেব আলীর ছেলে জয়নাল আবেদীন রাজিব (২৬)। বিষয়টি জেনে যাওয়ায় বাধা হয়ে দাঁড়ান লাল চাঁন। তাতেই কাল হয়। লাল চাঁনকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করেন রাজিব।
হত্যাকাণ্ডের প্রায় দুই মাসের মাথায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) হাতে অভিযুক্ত রাজিব গ্রেফতার হওয়ার পর বেরিয়ে এসেছে এমন চাঞ্চল্যকর তথ্য। বৃহস্পতিবার (২৫ মার্চ) দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ড. মো. রাশেদ হোসাইনের ৪ নং আমলী আদালতে হত্যাকাণ্ডের বর্ণনা দিয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন রাজিব।
বিজ্ঞাপন
জানা গেছে, গত ২৯ জানুয়ারি হত্যাকাণ্ডের পর ২ ফেব্রুয়ারি নিহতের স্ত্রী তাসলিমা আক্তার বাদী হয়ে কোতোয়ালি থানায় অজ্ঞাতদের নামে মামলা করেন। পুলিশ এ ঘটনায় কাউকে গ্রেফতার ও রহস্য উদঘাটন করতে না পারায় ১৮ মার্চ মামলার তদন্তভার জেলা গোয়েন্দা পুলিশকে দেওয়া হয়। দায়িত্ব পাওয়ার সাত দিনের মধ্যেই হত্যার রহস্য উদঘাটন ও হত্যাকারীকে গ্রেফতার করতে সক্ষম হয় ডিবি পুলিশ।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বলেন, বুধবার রাতে সদর উপজেলার জয়বাংলা বাজার থেকে রাজিবকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাজিব স্বীকার করেন পরকীয়ায় বাধা দেওয়ায় লাল চাঁন মিয়াকে হত্যা করেছেন।
বিজ্ঞাপন
এ ব্যাপারে আদালতে হত্যার কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছেন রাজিব। জবানবন্দি শেষে তাকে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানিয়েছেন ডিবির ওসি শাহ কামাল আকন্দ।
উবায়দুল হক/এএম