ওসির অপসারণ দাবিতে মুক্তিযোদ্ধাদের বিক্ষোভ
ওসি মোহাম্মদ নাজির আলম
সুনামগঞ্জের দোয়ারাবাজার থানা ওসির প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও উপজেলা প্রশাসন আয়োজিত স্বাধীনতা দিবসের সংবর্ধনা অনুষ্ঠান বয়কট করেছেন মুক্তিযোদ্ধারা। শুক্রবার (২৬ মার্চ) দুপুরে বিক্ষোভ মিছিল শেষে তারা সমাবেশে মিলিত হন।
সমাবেশে বক্তারা বলেন, উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের বক্তারপুর গ্রামের প্রয়াত বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান ছেলে আনোয়ার হোসেন (২৮) শুড়িগাঁও গ্রামে তার শ্বশুরবাড়িতে বেড়াতে যান।
বিজ্ঞাপন
বক্তারা বলেন, সেখানে ২৫ মার্চ দুপুরে বিনা ওয়ারেন্টে আনোয়ার হোসেন ও তার শ্যালক ফারুক আহমদকে (১৭) থানার ওসি মোহাম্মদ নাজির আলমের নির্দেশে গ্রেফতার করে পুলিশ। স্বাধীনতা দিবস উদযাপনের পূর্বে এভাবে বিনা ওয়ারেন্টে মুক্তিযোদ্ধা সন্তানের হাতে হাতকড়া পড়ানোর ঘটনা সব বীর মুক্তিযোদ্ধা পরিবারকে অপমান করা হয়েছে।
তারা আরও বলেন, স্বাধীন দেশে মুক্তিযোদ্ধা পরিবারকে অযথা থানা পুলিশ দিয়ে হয়রানি করার জন্য আমরা এদেশ স্বাধীন করেনি। এ সময় তারা ওসি মোহাম্মদ নাজির আলমকে ৭২ ঘণ্টার মধ্যে প্রত্যাহারের আল্টিমেটাম দেন।
বিজ্ঞাপন
সভায় বক্তব্য রাখেন আব্দুল মজিদ বীরপ্রতীক, আব্দুল হালিম বীরপ্রতীক, সাবেক থানা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সফর আলী, থানা সংসদের সাবেক সাংগঠনিক কমান্ডার মনফর আলী, সহ-সাংগঠনিক কমান্ডার সামছুল হক, শওকত আলী, নূরুল ইসলাম, আব্দুল বারিক, লালা মিয়া, তাজুল ইসলাম ও বীর মুক্তিযোদ্ধা জমির আলী প্রমুখ।
শুক্রবার দোয়ারাবাজার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজির আলম জানিয়েছেন, আইন অনুসরণ করেই তাদের গ্রেফতার করা হয়েছে।
সাইদুর রহমান আসাদ/এমএসআর