স্বাধীনতা দিবসে রূপগঞ্জে আলোচনা সভা
মহান স্বাধীনতা দিবসে রূপগঞ্জ সদর ইউনিয়ন যুবলীগের অলোচনা সভা
মহান স্বাধীনতা দিবসে নারায়ণগঞ্জের রূপগঞ্জে অলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। রূপগঞ্জ ইউনিয়ন যুবলীগের উদ্যোগে শুক্রবার (২৬ মার্চ) বিকালে উপজেলার হাবিবনগর এলাকায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন রূপগঞ্জ সদর ইউনিয়ন যুবলীগের সভাপতি মুশফিকুর রহমান রিপন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক)।
বিজ্ঞাপন
বিশেষ অতিথি ছিলেন রূপগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহজাহান ভূঁইয়া, ভাইস চেয়ারম্যান সৈয়দা ফৈরদৌসি আলম নীলা, সাবেক ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান হারেজ, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহীন, রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছালাউদ্দিন ভূঁইয়া, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মশিউর রহমান তারেক, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, যুবলীগ নেতা আক্তার হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, স্বাধীনতা অর্জন হয়েছে ৩০ লাখ শহীদের তাজা রক্তের বিনিময়ে। আর এ জয় হয়েছে সতেরো কোটি বাঙালির। ১৯৭১ সালের ২৬ মার্চ পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্তি মিলেছে বাঙালির। আর অর্জিত এ স্বাধীনতা রক্ষা করা আমাদের সবার কর্তব্য।
বিজ্ঞাপন
মাহবুবুর রহমান ভূঁইয়া/এমএসআর