মেয়র আবদুল কাদের মির্জা

আবদুল কাদের মির্জার নামে খোলা ফেসবুক পেজটি ভুয়া বলে জানিয়েছেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা। শুক্রবার (২৬ মার্চ) তার নামে ভুয়া ফেসবুক পেজ পরিচালনার অভিযোগ এনে কোম্পানীগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন মেয়র আবদুল কাদের মির্জা।

সাধারণ ডায়েরিতে আবদুল কাদের মির্জা লিখেছেন, 'কিছুদিন পূর্বে থেকে অজ্ঞাত নামে কে বা কারা আমার নিজ ফেসবুক আইডির হুবহু (ক্লোন আইডি) Abdul Quader Mirza  নামে একটি ফেসবুক পেজ তৈরি করে উদ্দেশ্য প্রণোদিত ভাবে আমাকে হেয়প্রতিপন্ন করার জন্য বিভিন্ন মিথ্যা রাজনীতিক পোস্ট, কমেন্ট ও ইনবক্সে এসএমএস সহ সরকার বিরোধী উস্কানিমূলক ভিডিও পোস্ট করে আসছে।'

ফেসবুক পেজের মাধ্যমে আপত্তিকর অসত্য তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে আমার রাজনৈতিক ক্যারিয়ার নষ্ট করার জন্য অজ্ঞাত ব্যক্তিরা কার্যকলাপ করে আসছে। তিনি অজ্ঞাত নামের  Abdul Quader Mirza ফেসবুক আইডি ব্যবহারকারী ব্যক্তি বা ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আবেদন জানান।

এবিষয়ে মেয়র আবদুল কাদের মির্জা ঢাকা পোস্টকে বলেন, কে বা কারা উস্কানি ও ষড়যন্ত্রের উদ্দেশ্যে ফেসবুক পেজটি খুলছে। এবিষয়ে কোম্পানীগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করেছি।

কোম্পানীগঞ্জ থানা পুলিশের কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি ঢাকা পোস্টকে বলেন, আমরা সাধারণ ডায়েরি গ্রহণ করেছি। এ বিষয়ে  আইনগত ব্যবস্থা নেবো।

হাসিব আল আমিন/এমআইএইচ