রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পদ্মা নদীতে সাড়ে ২৭ কেজি ওজনের একটি বাগাড় মাছ ধরা পড়েছে। শুক্রবার (৯ জুন) সকাল ৭টার দিকে জব্বার শেখ নামের এক জেলের জালে মাছটি ধরা পড়ে।

জেলে জব্বার শেখ ঢাকা পোস্টকে বলেন, প্রতিদিনের মতো রাতে পদ্মা নদীতে সহযোগীদের নিয়ে ট্রলারে মাছ ধরতে যাই। রাতে তেমন মাছ ধরা না পড়ায় নদীতে জাল ফেলে অপেক্ষায় থাকি। সকালের দিকে জাল টেনে তুলতেই জালে বড় ধরনের টান অনুভব করি। পরে দেখতে পাই বড় একটি বাগাড় মাছ ধরা পড়েছে। মাছটি সকালে বিক্রির জন্য দৌলতদিয়ার রওশনের আড়তে নিয়ে এলে দৌলতদিয়া ঘাটের মাছ ব্যবসায়ী শাজাহান শেখ মাছটি উন্মুক্ত নিলামে ১ হাজার ৪০০ টাকা কেজি দরে ৩৮ হাজার ৫০০ টাকায় কিনে নেন।

মাছ ব্যবসায়ী শাজাহান শেখ ঢাকা পোস্টকে বলেন, আজ সকাল ১০টার দিকে রওশনের আড়ত থেকে বাগাড় মাছটি উন্মুক্ত নিলামে ১ হাজার ৪০০ টাকা কেজি দরে কিনে নিই। পরে যোগাযোগ করে মাছটি প্রতি কেজি ১ হাজার ৫০০ টাকা দরে ৪১ হাজার ২৫০ টাকায় ঢাকার মিরপুরে বিক্রি করেছি।

মীর সামসুজ্জামান/এমজেইউ