স্বাধীনতা সড়ক

শনিবার ২৭ মার্চ বিকেলে ভিডিও কনফারেন্সের মাধ্যমে স্বাধীনতা সড়ক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রী পর্যায়ে সড়কটি উদ্বোধনের কথা ছিল। সকাল থেকে সড়কটির দু’পাশে সাজ-সজ্জা করা হয়েছে।

সড়কের পাশে একটি ফলক নির্মাণ করা হয়েছে। যাতে বাংলাদেশের প্রধানমন্ত্রীর নাম রয়েছে। বিকেল ৪টা থেকে ৫টার মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সড়কটি উদ্বোধন করবেন বলে একটি সূত্র জানিয়েছে।

জেলা প্রশাসক ড. মনছুর আলম খাঁন জানান, এখন পর্যন্ত কোনো তথ্য তার কাছে নেই। তথ্য পেলে সাংবাদিকদের জানানো হবে। জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. ইব্রাহীম শাহীন জানান, বিকেলে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সড়কটির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষে সড়কের পাশে একটি মঞ্চ তৈরি করা হয়েছে।

মুস্তাফিজুর রহমান / এমআইএইচ