অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের কাদের মির্জার আর্থিক অনুদান
ক্ষতিগ্রস্তদের বাড়িতে কাদের মির্জা
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুই পরিবারকে দেড় লাখ টাকা অনুদান দিয়েছেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা। শনিবার (২৭ মার্চ) সকাল ১০ টার দিকে কোম্পানীগঞ্জ উপজেলার রামপুর ইউনিয়নে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের বাড়িতে গিয়ে অনুদান প্রদান করেন তিনি।
এবিষয়ে মেয়র আবদুল কাদের মির্জা ঢাকা পোস্টকে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে আওয়ামী লীগের প্রবীণ নেতা অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কুদ্দুস মিয়ার পরিবারকে এক লাখ টাকা ও ফারুক এর পরিবারকে ৫০ হাজার টাকা অনুদান দিয়েছি।
বিজ্ঞাপন
উল্লেখ্য, (২৬ মার্চ) শুক্রবার বিকেল ৫ টার দিকে ভয়াভহ অগ্নি দুর্ঘটনায় ১টি টিনশেড ঘর ও ১টি সেমিপাকা ঘর ভস্মিভূত হয়। কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। ।
অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় আড়াই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
বিজ্ঞাপন
হাসিব আল আমিন / এমআইএইচ