খুলনা সিটি নির্বাচন
বিএনপির ভোট বর্জনে প্রভাব পড়বে না: খালেক
সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন আওয়ামী লীগের প্রার্থী তালুকদার আব্দুল খালেক
খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে বিএনপির ভোট বর্জন ও ভোট কেন্দ্রে না যেতে নগরীবাসীর প্রতি আহ্বানে কোন প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেক।
পাশাপাশি খুলনায় ভোটের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করে আওয়ামী লীগের এই মেয়র পদপ্রার্থী বলেছেন,খুলনায় গাজীপুর সিটির চেয়ে সুষ্ঠু, অবাধ ও স্বতস্ফূর্ত ভোট হবে। ভোটের হার ৬০ থেকে ৬৫ শতাংশ হতে পারে।
বিজ্ঞাপন
রোববার (১১ জুন) দুপুরে আওয়ামী লীগ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তালুকদার আব্দুল খালেক বলেন, জীবনের শেষ সময় খুলনার উন্নয়নে মানুষের পাশে থাকতে চাই। বিগত সময়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখা ও পরিবেশ বান্ধব নগর গড়তে চাই। নির্বাচনের প্রচারণাকালে ৩১টি ওয়ার্ডে পায়ে হেটে নাগরিক কাছে গিয়েছি। তাপরও সকলের সাথে কথা বলতে পারিনি। আমি চাই সকলে কষ্ট করে হলে ভোট কেন্দ্রে যাবেন। আপনাদের পছন্দের প্রার্থীদের নির্ভয়ে ভোট দিবেন।
প্রতিদ্বন্দ্বী দল, প্রার্থীদের বাধা বা হুমকির কোন অভিযোগই সঠিক নয়— দাবি করে তালুকদার আব্দুল খালেক বলেন সাংবাদিকরা বিষয়টি তদন্ত করলে সত্য বেরিয়ে আসবে।
বিজ্ঞাপন
প্রসঙ্গত, খুলনা সিটি নির্বাচনে এবার ৫ লাখ ৩৫ হাজার ৫২৮ জন ভোটার রয়েছেন। নগরীর ৩১টি ওয়ার্ডের ২৮৯টি ভোটকেন্দ্র এবং ১ হাজার ৭৩২টি বুথ স্থাপন করা হয়েছে। এ নির্বাচনে ৫ জন মেয়র প্রার্থী, সাধারণ ৩১টি ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে ১৩৬ জন, ১০টি সংরক্ষিত ওয়ার্ডে ৩৯ জন কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে নগরীর দুটি ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।
ভোট গ্রহণ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ৫ হাজার ৭৬০ জন কর্মকর্তা দায়িত্বে থাকবেন। সোমবার (১২ জুন) সকাল ৮ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ইভিএমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। খুলনা জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে ফলাফল ঘোষণা করা হবে।
প্রতিনিধি/ এসএমডব্লিউ