হা-ডু-ডুতে হেরে গেল অবিবাহিতরা
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চাঁপাচৌ গ্রামের তরুণরা হা-ডু-ডু খেলার আয়োজন করেছেন। শুক্রবার রাতে গুণবতী সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে এ আয়োজন করা হয়।
খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে গ্রামের বিবাহিত বনাম অবিবাহিত দল। খেলাকে ঘিরে সন্ধ্যার পর থেকেই উৎসবমুখর হতে থাকে গুণবতী সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠ। খেলা উপভোগ করতে নারী-পুরুষসহ সব বয়সের মানুষের উপস্থিতি ছিল লক্ষণীয়।
বিজ্ঞাপন
খেলায় ২ পয়েন্টের ব্যবধানে জয়ী হয় বিবাহিত দল। খেলা শেষে পুরস্কার বিতরণ করে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।
এসএইচআর/এমএএস
বিজ্ঞাপন