নদীতে পাওয়া গেল কামানের গোলা সাদৃশ্য বস্তু, বের হচ্ছে ধোঁয়া
করতোয়া নদী থেকে কামানের গোলা সাদৃশ্য বস্তু পাওয়া গেছে
পঞ্চগড়ের করতোয়া নদী থেকে কামানের গোলা সাদৃশ্য একটি বস্তু পাওয়া গেছে। শনিবার (২৭ মার্চ) বিকেলে পঞ্চগড় পৌরসভার নিমনগর এলাকা থেকে এটিকে উদ্ধার করেছে পুলিশ। চারপাশে লাল কাপড় টানিয়ে দূরত্ব তৈরি করে বস্তুটি ঘিরে রাখা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৮ মার্চ পঞ্চগড় পৌরসভার নিমনগর এলাকায় ইজিবাইক চালক মো. খোকন ড্রেজার মেশিন দিয়ে করতোয়া নদী থেকে বালু ও পাথর উত্তোলনের সময় কামানের গোলা সাদৃশ্য বস্তুটি পান। পরে তিনি এটিকে বাড়িতে নিয়ে যান। গত ৯ দিন ধরে তার বাড়িতেই এটি ছিল।
বিজ্ঞাপন
শনিবার বিকেলে গোলাটি পানি দিয়ে পরিষ্কার করার সময় আঘাত লেগে তা থেকে ধোঁয়া বের হতে থাকে। এ সময় খোকন বাড়ি থেকে দ্রুত বস্তুটি বের করে বাড়ির পাশে ফাঁকা জায়গায় রেখে আসেন। এটি থেকে এখনও ধোঁয়া বের হচ্ছে।
প্রায় ১০ থেকে ১২ ইঞ্চি লম্বা গোলাটির গায়ে ইংরেজিতে লেখা রয়েছে এলএওয়াই-২-১-৪৫। পাক-ভারত যুদ্ধ কিংবা মুক্তিযুদ্ধের সময় গোলাটি ব্যবহৃত হয়েছে বলে ধারণা করছেন স্থানীয়রা।
বিজ্ঞাপন
ইজিবাইক চালক মো. খোকন ঢাকা পোস্টকে বলেন, গত ১৮ মার্চ করতোয়া নদীতে ড্রেজার মেশিন দিয়ে বালু ও পাথর সংগ্রহ করার সময় বালুর সঙ্গে কামানের গোলা সাদৃশ্য একটি বস্তু ওঠে। আমি সেটি বাসায় নিয়ে যাই। শনিবার সন্ধ্যার দিকে বস্তুটি ধুয়ে পরিষ্কার করার সময় হঠাৎ ধোঁয়া বের হতে থাকলে আমি ভয়ে সেটিকে বাড়ির বাইরের ফাঁকা স্থানে রেখে আসি। পরে পঞ্চগড় সদর থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে লাল কাপড় দিয়ে স্থানটি ঘিরে রাখে।
এ বিষয়ে পঞ্চগড় সদর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) জুয়েল রানা ঢাকা পোস্টকে বলেন, এখনও সেখান থেকে ধোঁয়া বের হচ্ছে। আমরা স্থানটির চারপাশে লাল কাপড় টানিয়ে দিয়েছি, যেন মানুষ সেখানে না যায়। বিষয়টি রংপুরের বোমা নিষ্ক্রিয়কারী দলকে জানানো হয়েছে। তারা এসে বস্তুটি সম্পর্কে বিস্তারিত তথ্য জানাতে পারবে।
রনি মিয়াজী/আরএআর