মাগুরায় প্রতিপক্ষের হামলায় আ.লীগ কর্মী খুন
হাসপাতালে কান্নায় ভেঙে পড়েন নিহতের স্বজনরা
মাগুরার শালিখায় প্রতিপক্ষের হামলায় ওয়াহিদার রহমান (৪৫) নামে এক আওয়ামী লীগ কর্মী নিহত হয়েছেন। শনিবার (২৭ মার্চ) রাত ৮টার দিকে উপজেলার চতুরবাড়িয়া বাজারে এ ঘটনা ঘটে। ওয়াহিদার উপজেলার কুশখালী গ্রামের তায়েজ উদ্দিনের ছেলে।
এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন। আহতদের মধ্যে ছয়জনকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলেন, নিহতের ভাই গোলাম সরোয়ার (৬৫), গোলাম সরোয়ারের ছেলে সোহাগ (২০), আলী বক্সের ছেলে ওলিয়ার রহমান (৪০), আবুল বিশ্বাসের ছেলে আহাদ আলী (২২), আলতাফ মণ্ডলের ছেলে হাসান মণ্ডল (২৫) ও ইনসার মোল্লার ছেলে হাসান মোল্লা (২০)।
বিজ্ঞাপন
হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক আব্দুর রশিদ জানান, হাসপাতালে আনার আগেই ওয়াহিদার রহমানের মৃত্যু হয়েছে। অধিক রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে বলে প্রথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে।
নিহতের স্বজনরা জানান, রাজনৈতিক কারণে স্থানীয় দুটি পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। শনিবার (২৭ মার্চ) রাত ৮টার দিকে চতুরবাড়িয়া বাজারে ২০-২৫ জন অস্ত্রধারী হামলা চালায়। সন্ত্রাসীরা ওয়াহিদার রহমানসহ আহতদের কুপিয়ে ও পিটিয়ে জখম করে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে যশোর হাসপাতালে নিয়ে যায়।
বিজ্ঞাপন
এ বিষয়ে মাগুরার শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) তরিকুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরির্দশন করেছে পুলিশ। পূর্ব শত্রুতার জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এসকেডি