লালমনিরহাটের হাতীবান্ধায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সাথে ছাত্রলীগের ধাওয়া পাল্টা-ধাওয়া ও সংর্ঘষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় আহত হয়েছেন ১০ জন। পরে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়।

শনিবার (১৭ জুন) দুপুরে উপজেলার ভেলাগুড়ি ইউনিয়নের বুড়িরহাট এলাকায় এ ঘটনা ঘটে। সংর্ঘষে আহত ১০ জনের মধ্যে উভয় পক্ষের নেতা-কর্মীই রয়েছেন। 

প্রত্যক্ষদর্শীরা জানান, হাতীবান্ধা উপজেলার ভেলাগুড়ি ইউনিয়নের বুড়িরহাট এলাকায় একটি দোয়ার অনুষ্ঠান শেষে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান অপর একটি অনুষ্ঠানে নেতা-কর্মীদের সাথে নিয়ে যাচ্ছিলেন। একই পথে যাচ্ছিলেন ছাত্রলীগের নেতা-কর্মীরাও।

এতে দুই দলের নেতা-কর্মীদের মধ্যে প্রথমে ধাওয়া, পাল্টা-ধাওয়া এবং পরে সংর্ঘষের ঘটনা ঘটে। এতে উভয় দলের অন্তত ১০ জন নেতা-কর্মী আহত হন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনার জন্য বিএনপি ও ছাত্রলীগ একে অপরকে দায়ী করেছে।

হাতীবান্ধা থানার ওসি শাহ আলম জানান, খবর পাওয়া মাত্র পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এখন পর্যন্ত কোনও পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়নি।

নিয়াজ আহমেদ সিপন/টিএম