একরামুল করিম চৌধুরী

নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী বলেন, ‘আমি যদি বেঁচে থাকি তাহলে নতুন করে রাজনীতি শুরু করব। করোনাভাইরাসের টিকা নিয়েছি, আরেকটা নেওয়ার ১৫ দিন পরে যদি বেঁচে থাকি; তাহলে আবার সবাইকে নতুন করে উজ্জীবিত করব।’

রোববার (২৮ মার্চ) বিকেল ৪টায় জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে হেফাজতের ডাকা হরতালের বিরুদ্ধে গণমিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

‘আমি নীতি নিয়ে চলি। আমার বাবা বীর মুক্তিযোদ্ধা। আর ১০ বছর পর সম্মান দেওয়ার মতো বীর মুক্তিযোদ্ধা পাওয়া যাবে না। মুক্তিযোদ্ধাদের জন্য আমি এমপি। যদি মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন না করতেন, তাহলে আমরা বিহারিদের নিয়ন্ত্রণে থাকতাম।’

একরামুল করিম চৌধুরী

তিনি আরও বলেন, স্বাধীনতাবিরোধীদের বিরুদ্ধে দুর্গ গড়ে তুলতে হবে। কেউ হরতাল ডাকলে দোকান বন্ধ রাখতে পারবেন না। আপনাদের কোনো ক্ষতি হলে আমি পাশে দাঁড়াব। কোনো কর্মী আন্দোলন-সংগ্রাম করতে গিয়ে বিপদে পড়লে আমি পাশে দাঁড়াব। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডাক দিয়েছেন, ঘরে থাকার সময় নাই।’

হেফাজতের ডাকা হরতালের বিরুদ্ধে নোয়াখালীতে গণমিছিল

সমাবেশ শেষে হেফাজতের ডাকা আগামীকালের (২৯ মার্চ) কর্মসূচির বিরুদ্ধে সকাল ১০টা থেকে রাজপথে থাকার আহ্বান জানান তিনি।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান একেএম সামছুদ্দিন জেহান, জেলা যুবলীগের আহ্বায়ক ইমন, যুগ্ম আহ্বায়ক একরামুল হক বিপ্লব, জেলা ছাত্রলীগর সভাপতি আসাদুজ্জামান আরমানসহ সহযাগী সংগঠনের নেতাকর্মীরা।

হাসিব আল আমিন/এমএসআর