বাংলাবান্ধা স্থলবন্দরের সব কার্যক্রম দুই দিন বন্ধ

মুসলমান সম্প্রদায়ের ধর্মীয় উৎসব শবেবরাত ও সনাতন ধর্মাবলম্বীদের হোলি উপলক্ষে দেশের একমাত্র চতুর্দেশীয় বাংলাবান্ধা স্থলবন্দরের সব কার্যক্রম দুই দিন বন্ধ রাখার ঘোষণা দিয়েছে পঞ্চগড় আমদানি রফতানিকারক অ্যাসোসিয়েশন।

রোববার (২৮ মার্চ) বিকেলে পঞ্চগড় আমদানি রফতানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি মেহেদী হাসান খান বাবলা এ তথ্য ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন।

জানা গেছে, শবেবরাত ও হোলি উপলক্ষে পঞ্চগড় আমদানি রফতানিকারক অ্যাসোসিয়েশন ও শিলিগুড়ি নর্থবেঙ্গল এক্সপোর্টার ওয়েলফেয়ারের সিদ্ধান্তে আগামী দুই দিন বাংলাবান্ধা ও ভারতের ফুলবাড়ী স্থলবন্দর দিয়ে ভারত, নেপাল ও ভুটানের সঙ্গে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রাখার হয়েছে।

তবে আগামী বুধবার (৩০ মার্চ) সকাল থেকে বন্দর দিয়ে পুনরায় আমদানি-রফতানি কার্যক্রম স্বাভাবিক থাকবে।

পঞ্চগড় আমদানি রফতানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি মেহেদী হাসান খান বাবলা জানান, আগামী দুইদিন সব কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বুধবার থেকে পুনরায় বন্দর দিয়ে কার্য়ক্রম চালু করা হবে।

মো. রনি মিয়াজী/এমএসআর