টাঙ্গাইলে কলেজছাত্রকে কুপিয়ে আহত
টাঙ্গাইলের ভূঞাপুরে সাদি (২০) নামের একজন কলেজছাত্রকে কুপিয়ে আহত করেছে কিশোর গ্যাংয়ের সদস্যরা। আহত সাদি ভুঞাপুর পৌরসভার বীরহাটি এলাকার নজরুলের ছেলে এবং ভুঞাপুর ইবরাহীম খা সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী। পূর্ব শত্রুতার জের ধরে তার ওপর হামলা করা হয়।
বৃহস্পতিবার (২৯ জুন) বিকেলে ভুঞাপুর পাইলট সরকারি বিদ্যালয়ের পুকুর পাড়ে কিশোর গ্যাংয়ের কয়েকজন সাদির ওপর হামলা করে গুরুতর আহত করে।
বিজ্ঞাপন
ঘটনার পর সহপাঠীরা সাদিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার ডা. অর্নিকা রায় জানান, কলেজছাত্রের পিঠে ও পায়ে ধারালো অস্ত্র দিয়ে মারাত্মকভাবে আঘাত করা হয়েছে। তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
বিজ্ঞাপন
ভূঞাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, এ ধরণের ঘটনার খবর পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
অভিজিৎ ঘোষ/আরকে