পাওয়ার পলিটিক্স নয়, মেধাশক্তি বিকাশের রাজনীতি করব : সাদ্দাম
ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন বলেছেন, আগামী দিনে পাওয়ার পলিটিক্স করব না, আমরা মেধাশক্তি বিকাশের রাজনীতি করব। এজন্য ছাত্ররাজনীতি করে ব্যক্তিত্বের বিকাশ, আলোকিত মানুষ, সচেতন নাগরিক ও নিজেকে সমাজের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।
শনিবার (১ জুলাই) বিকেলে পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে ‘প্ল্যাটফর্ম অব ড্রিমস ইয়োথ টক উইথ সাদ্দাম হোসেন’ শীর্ষক মুখোমুখি আলোচনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
বিজ্ঞাপন
সাদ্দাম হোসেন বলেন, আধুনিক ও যুগোপযোগী শিক্ষাব্যবস্থার সঙ্গে নিজস্ব সৃজনী শক্তির বিকাশ ঘটিয়ে নিজেকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। স্বপ্ন দেখতে হবে আর সেই স্বপ্ন বাস্তবায়নে কমিটেড হতে হবে, তবেই স্বপ্ন বাস্তবায়ন সম্ভব হবে। এসময় তিনি পঞ্চগড়ের শিক্ষার্থীদের উচ্চতর শিক্ষা অর্জনে সব ধরনের সহায়তা করার আশ্বাস দেন।
মুখোমুখি আলোচনায় পঞ্চগড় জেলার বিভিন্ন স্কুল-কলেজ-মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া দুই হাজার শিক্ষার্থী অংশ নেন। এতে শিক্ষার্থীদের মুখোমুখি হয়ে নানা প্রশ্নের উত্তর দেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন।
বিজ্ঞাপন
পঞ্চগড়ের তরুণদের ভাবনা, শিক্ষাব্যবস্থা কীভাবে শিক্ষার্থীদের চতুর্থ শিল্প বিপ্লবের জন্য প্রস্তুত করে তুলতে পারে, আগামীর স্মার্ট বাংলাদেশ নিয়ে তরুণদের ভাবনা, তরুণ শিক্ষার্থীরা কীভাবে পরিবর্তনশীল বৈশ্বিক প্রেক্ষাপটের সঙ্গে নিজেদের খাপ-খাইয়ে নিতে পারে এসব বিষয়ে পঞ্চগড়ের স্বপ্নবাজ তরুণ-তরুণী শিক্ষার্থীদের সঙ্গে মুখোমুখি আলোচনা অনুষ্ঠানে কথা বলেন ছাত্রলীগ সভাপতি।
এসকে দোয়েল/এসএসএইচ/