নাটোরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা-ছেলের মৃত্যু হয়েছে। রোববার (২ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে সদর উপজেলার হরিশপুর এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নাটোর সদর উপজেলার হরিশপুর এলাকার গুনারী গ্রামের শুকুর আলী (৪০) ও তার ছেলে শুভ (১৩)। শুভ স্থানীয় শেরে বাংলা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল।

নাটোর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, আজ বিকেল সাড়ে ৫টার দিকে গুনারী গ্রামের রিকশাচালক শুকুর আলী বাড়িতে তার ব্যাটারিচালিত রিকশা চার্জে দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় বাবাকে বাঁচাতে গেলে শুভও বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

শাহিনুল আশিক/এমজেইউ