গ্রেনেডসদৃশ বস্তুটি দেখতে মানুষের ভিড়

টাঙ্গাইলের ঘাটাইলে পুকুর খননের সময় গ্রেনেডসদৃশ একটি বস্তু পাওয়া গেছে। সোমবার (২৯ মার্চ) দুপু‌রে উপজেলার পাহাড়ি অঞ্চল সংগ্রাম ইউনিয়নের দক্ষিণ কাউটেনগর গ্রামের এক‌টি পুকুর থেকে বস্তুটি উদ্ধার করে থানায় নিয়েছে পুলিশ। 

স্থানীয়রা জানান, উপ‌জেলার কাউটেনগর গ্রামের আবুল বিএসসি নামে এক শিক্ষক তার পুরাতন একটি পুকুর খনন কর‌ছিলেন। এ সময় কবির ‌নামে এক শ্রমিকের কোদালের আঘাতে গ্রেনেডসদৃশ বস্তুটি উপ‌রে উঠে আসে। এটি দেখতে সেখানে অনেকেই ভিড় করেন। প‌রে ওই শিক্ষক পু‌লিশে খবর দেন। পু‌লিশ সেটি উদ্ধার ক‌রে থানায় নি‌য়ে যায়। 

সংগ্রামপুর ইউনিয়ন প‌রিষ‌দের চেয়ারম্যান আব্দুর রহিম মিয়া ঢাকা পোস্টকে বলেন, পুকুর খননের সময় একটি গ্রেনেড‌ পাওয়া গেছে। সম্ভবত এটি স্বাধীনতাযুদ্ধের সময় পুকুরে ফেলা হ‌য়ে‌ছিল। 

টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (গোপালপুর সার্কেল) মো. আমির খসরু ঢাকা পোস্টকে বলেন, গ্রেনেডসদৃশ বস্তুটি উদ্ধার করে ঘাটাইল থানায় আনা হয়েছে। এখন বিশেষজ্ঞ টিম পৌঁছানোর পর যাচাই বাচাই করে প্রয়োজনীয় ব‌্যবস্থা গ্রহণ করা হ‌বে।

অভিজিৎ ঘোষ/আরএআর