বুরহান উদ্দিন মুজাক্কির

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চাপরাশিরহাটে সংঘর্ষ ও গোলাগুলিতে সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কির নিহতের ঘটনায় গ্রেফতার ১২ আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের সমর্থকদের মাঝে এ সংঘর্ষ হয়।

সোমবার (২৯ মার্চ) দুপুরে নোয়াখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিচারক এসএম মোসলে উদ্দিন মিজান আসামিদের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ড মঞ্জুর হওয়া আসামিরা হলেন— ইউসুফ নবী বাহাদুর, আলমগীর হোসেন, রাহাত, আজিজুল হক মানিক, আবদুল আমীন, মোশারফ হোসেন, সুজায়েত উল্যাহ সবুজ, বিক্রম চন্দ্র ভৌমিক, ফয়সাল আলম টিটু, মাসুদুর রহমান, সেলিম ও দেলোয়ার হোসেন।

পিবিআইয়ের ইন্সপেক্টর ও মামলার তদন্তকারী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, মুজাক্কির হত্যা মামলায় গ্রেফতার ১২ আসামির তিন দিন করে রিমান্ডের আবেদন করে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালতের বিচারক এসএম মোসলে উদ্দিন মিজান প্রত্যেক আসামির দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

প্রসঙ্গত, গত ১৯ ফেব্রুয়ারি শুক্রবার বিকেলে উপজেলার চাপরাশিরহাট পূর্ববাজারে মেয়র আবদুল কাদের মির্জা ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে। এতে সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কিরসহ কয়েকজন গুলিবিদ্ধ হন।

পরদিন শনিবার রাত ১০টা ৪৫মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান মুজাক্কির। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে কোম্পানীগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন।

হাসিব আল আমিন/এমএসআর