ঝালকাঠির রাজাপুরে বাকপ্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে দুই কিশোরকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৬ জুলাই) সন্ধ্যায় উপজেলার বড়ইয়া ইউনিয়নের নিজামিয়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃত দুই কিশোর হলো- উপজেলার বড়ইয়া ইউনিয়নের মো. সোলায়মান হাওলাদার ও মো. রাব্বি হাওলাদার।

ভুক্তভোগী বাকপ্রতিবন্ধী কিশোরীর বাবা জানান, বৃহস্পতিবার দুপুরে তার মেয়ে পার্শ্ববর্তী গালুয়া ইউনিয়নের গাজীর হাট এলাকায় বড় বোনের বাড়িতে যাওয়ার জন্য নিজ বাড়ি থেকে বের হয়। এ সময় অভিযুক্ত দুই কিশোর দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে তাকে রাস্তা থেকে তুলে নিয়ে চল্লিশকাহনিয়া লঞ্চঘাট এলাকার একটি কলাবাগানে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।

পরে ঘটনাটি কিশোরী তার পরিবারকে জানালে তারা জরুরি সেবা ৯৯৯ এ কল দিয়ে পুলিশকে জানায়। খবর পেয়ে ঝালকাঠির পুলিশ সুপার কয়েক পুলিশ সদস্যসহ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং অভিযুক্ত দুই কিশোরকে আটক করেন।

রাজাপুর থানা পুলিশের অফিসার ইনচার্জ পুলক চন্দ্র রায় বলেন, বিষয়টি নিয়ে তদন্ত চলছে। এ ঘটনায় দুই কিশোরকে আটক করা হয়েছে।

এমজেইউ