সিরাজগঞ্জের উল্লাপাড়ার শহরিয়ারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় পতাকা উত্তোলনের পর তিনদিনেও না নামানোর কারণে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।

সোমবার (২৯ মার্চ) ওই শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দেয় উল্লাপাড়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস। উল্লাপাড়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহনেওয়াজ ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'তিনদিনেও নামেনি বিদ্যালয়ের জাতীয় পতাকা' শিরোনামে সংবাদটি আমাদের নজরে এসেছে।  এরই পরিপ্রেক্ষিতে শহরিয়ারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আবুল কালাম আজাদকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে এর যৌক্তিক কারণ লিখিতভাবে আগামী তিন কর্মদিবসের মধ্যে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে জমা দিতে বলা হয়েছে। উত্তরের ওপরে নির্ভর করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

শহরিয়ারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আবুল কালাম আজাদ ঢাকা পোস্টকে বলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা স্বাক্ষরিত কারণ দর্শানোর নোটিশ পেয়েছি। আগামী তিন কর্মদিবসের মধ্যে এর উত্তর দেব আমি।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে গত শুক্রবার (২৬ মার্চ) উল্লাপাড়ার শহরিয়ারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। রোববার সন্ধ্যা পর্যন্ত নামানো হয়নি জাতীয় পতাকা। বিষয়টিকে জাতীয় পতাকার প্রতি অবমাননা বলে দাবি করেছেন স্থানীয়রা।

শুভ কুমার ঘোষ/এএম/ওএফ